ছাত্র এবং শিক্ষক সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা।
সুন্দর জীবন সবাই চাই, কিন্তু পরিস্থিতি ও পরিবেশ মাঝে মাঝে তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি ও পরিবেশের জন্য আমরাই দায়ী। আমাদের উচিত খারাপ পরিস্থিতি ও পরিবেশকে প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগী হওয়া। চলুন একটা উদাহরণ দেখি, কথায় আছে, যে দেশে জ্ঞানেগুণীদের সমাদর নেই, সে দেশে জ্ঞানী জন্মাতে পারেনা। অতএব লজ্জাজনক হলেও সত্য যে, আমার দেশে বই বিক্রি হয় পথে-ঘাটে আর জুতা বিক্রি হয় এসি রুমে। যে দেশে বই খাতার এত অপমান, সে দেশে জ্ঞানীদেরইবা আর কি সম্মান? আপনারা চিন্তা করুন। কোন এক মনিষী বলেছেন "যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত" আজ উন্নত জাতির পরিচয় অর্জন করতে গিয়ে আমরা যারা কষ্ট করে হলেও লেখাপড়া করেছি, বিয়ের উপযুক্ত হওয়ার পরও তাদেরকে কেউ মেয়ে দিতে চায় না, কারণ আমাদের পঁচা সমাজটা টাকার মূল্য যতটা বোঝো জ্ঞানের মূল্য তার ১০০ ভাগের এক ভাগও বুঝে না। বুঝবেই বা কি করে? একজন রিক্সাওয়ালার বেতন গড়ে দৈনিক দেড় হাজার টাকা, আরেকজন প্রাইভেট টিচারের বেতন মাসিক ১ হাজার টাকা আবার যদি টিউশনটা অনলাইন থেকে নেওয়া হয় তাহলে ফিঃ দিতে হয় তার থেকে ৫০-৭০% তাও আবার অগ্রীম, কর্মের নিষ্ঠুরতা না হয় বাদ দিলাম। আমাদের সমাজটা আজ শিক্ষা এবং জ্ঞান থেকে নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছি আমরা। যে গাছ আমাদেরকে ফল দেয় ওই গাছে আমরা ঢিল মারি, যে গাছ আমাদের কে অক্সিজেন দেয়, সেই গাছকে আমরা কেটে ফেলি। ঝুঁকিপূর্ণ বাড়িঘর তৈরি করি, তাতে আরো এসি লাগিয়ে অলস হয়ে জীবন যাপন করি। কথায় আছে, ধনেজনে বড় নয় জ্ঞান-গুনে বড় হয়। তা এখনো কথায় থেকে গেল, কাজে পরিণত করতে পারলাম না। আমাদের সমাজ যতদিন পর্যন্ত জ্ঞানীগুণীদেরকে সমাদর করতে ব্যর্থ হবে, ততদিন পর্যন্ত তারা সাময়িকভাবে শারীরিক শান্তি পেলেও সারা জীবন মানসিক বিষণ্ণতায় ভুগবে। কারণ শিক্ষাই জাতির মেরুদন্ড। মেরুদন্ড/শরীরকে ফিট রাখার জন্য আমরা যতটা না শারীরিক ব্যায়াম করি বা কষ্ট করি, এর চেয়ে হাজার গুণ বেশি শিক্ষার জন্য কষ্ট করতে হবে, তাহলে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, তাইতো অ্যারিস্টোটল বলেন, পরিশ্রমেই সফলতার মাপকাঠি। যদি কেউ সঠিকভাবে পরিশ্রম করতে ব্যর্থ হয় তাহলে সে কখনো সফল হতে পারবে না। চলুন আমরা সবাই পরিশ্রমের মতো পরিশ্রম করে, আমাদের বাজে পরিস্থিতি ও পরিবেশকে সুন্দর পরিচিতি ও পরিবেশে রূপান্তর করি, এবং তা আজীবন ধরে রাখি। (বাংলাদেশ জয়ী হোক)
Comments
Post a Comment