Posts

Showing posts from July, 2024

ছাত্র এবং শিক্ষক সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা।

সুন্দর জীবন সবাই চাই, কিন্তু পরিস্থিতি ও পরিবেশ মাঝে মাঝে তার জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতি ও পরিবেশের জন্য আমরাই দায়ী। আমাদের উচিত খারাপ পরিস্থিতি ও পরিবেশকে প্রতিকারের চেয়ে প্রতিরোধে বেশি মনোযোগী হওয়া। চলুন একটা উদাহরণ দেখি, কথায় আছে, যে দেশে জ্ঞানেগুণীদের সমাদর নেই, সে দেশে জ্ঞানী জন্মাতে পারেনা। অতএব লজ্জাজনক হলেও সত্য যে, আমার দেশে বই বিক্রি হয় পথে-ঘাটে আর জুতা বিক্রি হয় এসি রুমে। যে দেশে বই খাতার এত অপমান, সে দেশে জ্ঞানীদেরইবা আর কি সম্মান? আপনারা চিন্তা করুন। কোন এক মনিষী বলেছেন "যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত" আজ উন্নত জাতির পরিচয় অর্জন করতে গিয়ে আমরা যারা কষ্ট করে হলেও লেখাপড়া করেছি, বিয়ের উপযুক্ত হওয়ার পরও তাদেরকে কেউ মেয়ে দিতে চায় না, কারণ আমাদের পঁচা সমাজটা টাকার মূল্য যতটা বোঝো জ্ঞানের মূল্য তার ১০০ ভাগের এক ভাগও বুঝে না। বুঝবেই বা কি করে? একজন রিক্সাওয়ালার বেতন গড়ে দৈনিক দেড় হাজার টাকা, আরেকজন প্রাইভেট টিচারের বেতন মাসিক ১ হাজার টাকা আবার যদি টিউশনটা অনলাইন থেকে নেওয়া হয় তাহলে ফিঃ দিতে হয় তার থেকে ৫০-৭০% তাও আবার অগ্রীম, কর্...